রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২

ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্কের পশ্চিমাংশ

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২৫, ১৭:০০

সংগৃহীত

পশ্চিম তুরস্কে একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। ইউরোপিয়ান-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, রোববার স্থানীয় সময় দুপুর ১২টা ৪৯ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।

ইএমএসসির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল ১ দশমিক ১। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৭ কিলোমিটার গভীরে। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল বালিকেসির শহরের প্রায় ৬৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং সিন্দিরগি শহরের প্রায় ১১ কিলোমিটার দক্ষিণ-পূর্বে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির কোনো তথ্যও জানায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ভূমিকম্পটির মাত্রা কম হওয়ায় বড় ধরনের প্রভাব পড়েনি বলে ধারণা করা হচ্ছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top