মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২

খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের মমতা ব্যানার্জির শোক প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৫, ১৫:০৬

সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া (বয়স ৮০) মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। গত ২৩ নভেম্বর থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশে শোকের ছায়া নেমে এসেছে।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। মমতা ব্যানার্জি তার এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে লিখেছেন, “বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তথা জননেত্রী বেগম খালেদা জিয়ার প্রয়ানে আমি শোকাহত। আমি তার শোকসন্তপ্ত পরিবার, বন্ধুবান্ধব ও রাজনৈতিক সহকর্মীদের প্রতি সমবেদনা জানাচ্ছি।”

এর আগে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। মোদি এক্সে দেওয়া শোকবার্তায় উল্লেখ করেন, খালেদা জিয়াকে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে স্মরণ করা হবে এবং দেশের উন্নয়ন ও ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে তার অবদান চিরকাল স্মরণীয় থাকবে।

মোদি আরও বলেন, ২০১৫ সালে ঢাকায় খালেদা জিয়ার সঙ্গে তাঁর ব্যক্তিগত সাক্ষাৎ তাঁকে গভীরভাবে প্রভাবিত করেছে। তিনি প্রার্থনা করেছেন, সৃষ্টিকর্তা খালেদা জিয়ার আত্মাকে শান্তি দান করুন এবং তাঁর পরিবারকে এই ক্ষতি সহ্য করার ধৈর্য ও শক্তি দিন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top