বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১৭ পৌষ ১৪৩২

সন্ত্রাসী তৎপরতা বাড়লে ভারত–পাকিস্তানে সংঘাতের আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৫, ১২:১৫

সংগৃহীত

যুক্তরাষ্ট্রভিত্তিক থিংকট্যাংক কাউন্সিল অন ফরেন রিলেশন্স (সিএফআর) সতর্ক করে বলেছে, দক্ষিণ এশিয়ায় সন্ত্রাসী তৎপরতা বাড়লে ২০২৬ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে আবারও সশস্ত্র সংঘাতের ঝুঁকি তৈরি হতে পারে। মার্কিন পররাষ্ট্রনীতির বিশেষজ্ঞদের ওপর করা এক জরিপভিত্তিক প্রতিবেদনে এই মূল্যায়ন তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বল্প সময়ের সামরিক মুখোমুখি সংঘাত দেখা দিয়েছিল। জম্মু ও কাশ্মিরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার এক মাস পর ভারত ‘অপারেশন সিন্দুর’ পরিচালনা করে পাকিস্তানের ভেতরে সন্ত্রাসী শিবির লক্ষ্য করে হামলা চালায়। ভারত দাবি করেছে, অভিযানে ১০০ জনের বেশি জঙ্গি ও ৯টি শিবির ধ্বংস হয়েছে। পাকিস্তান এই হামলার পাল্টা হিসেবে ৭ থেকে ১০ মে পর্যন্ত ড্রোন ব্যবহার করে ভারতের সামরিক ও বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলার চেষ্টা করে, যা ভারত প্রতিহত করে। শেষ পর্যন্ত উভয় পক্ষ নিয়ন্ত্রণরেখা (এলওসি) জুড়ে গোলাগুলি বন্ধে সমঝোতায় পৌঁছায়।

সিএফআর প্রতিবেদনে আরও বলা হয়েছে, পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তেও চলতি বছর উত্তেজনা ছড়িয়ে পড়েছে। অক্টোবরের শুরুতে আফগানিস্তানে পাকিস্তান বিমান হামলা চালালে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়।

প্রতিবেদনে সতর্ক করা হয়েছে, আফগানিস্তান থেকে সীমান্ত পেরিয়ে পাকিস্তানে জঙ্গি হামলা আবার বেড়ে গেলে ২০২৬ সালে দুই দেশের মধ্যে ‘মাঝারি মাত্রার’ সশস্ত্র সংঘাতের আশঙ্কা রয়েছে। এই ধরনের দ্বিপক্ষীয় উত্তেজনা পুরো দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতিকেও আরও অনিশ্চিত করে তুলতে পারে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top