সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২

ইন্দোনেশিয়ায় বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডে অন্তত ১৬ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৫, ১৫:৪৮

সংগৃহীত

ইন্দোনেশিয়ার সুলাভেসি দ্বীপের রাজধানী মানাডো শহরে একটি বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার রাত ৮টা ৩১ মিনিটে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। মানাডো সিটির ফায়ার অ্যান্ড রেসকিউ এজেন্সির প্রধান জিমি রোটিনসুলু জানান, নিহতদের বেশির ভাগের মরদেহ তাদের নিজ নিজ কক্ষ থেকে উদ্ধার করা হয়েছে। আগুন লাগার সময় অধিকাংশ বয়স্ক বাসিন্দা কক্ষে বিশ্রাম নিচ্ছিলেন।

তিনি আরও জানান, অন্তত ১২ জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় টেলিভিশন চ্যানেল মেট্রো টিভির ভিডিওতে দেখা গেছে, আগুনে পুরো বৃদ্ধাশ্রমটি দাউদাউ করে জ্বলছে এবং স্থানীয়রা উদ্ধারকাজে সহায়তা করছেন।

ইন্দোনেশিয়ায় প্রায়ই প্রাণঘাতী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। চলতি মাসেই রাজধানী জাকার্তায় একটি সাততলা অফিস ভবনে অগ্নিকাণ্ডে অন্তত ২২ জন নিহত হন। ২০২৩ সালে দেশটির পূর্বাঞ্চলে একটি নিকেল প্রক্রিয়াজাতকরণ কারখানায় বিস্ফোরণে অন্তত ১২ জন প্রাণ হারান।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top