শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬, ১১ মাঘ ১৪৩২

পাকিস্তানে একটি বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী হামলায় পাঁচজন নিহত, আহত ১০

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৪ জানুয়ারী ২০২৬, ১২:২৭

সংগৃহীত

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলায় শান্তি কমিটির এক সদস্যের বাসভবনে আত্মঘাতী হামলায় অন্তত পাঁচজন নিহত এবং আরও ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে কুরেশি মোড় এলাকায় এই বিস্ফোরণ ঘটে।

খাইবার পাখতুনখাওয়া রেসকিউ ১১২২-এর মুখপাত্র বিলাল আহমেদ ফয়েজি জানান, ঘটনাস্থল থেকে পাঁচটি মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশ ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছিয়ে উদ্ধার অভিযান চালাচ্ছেন।

ডেরা ইসমাইল খান জেলার পুলিশ সুপার সাজ্জাদ আহমেদ জানান, শান্তি কমিটির নেতা নূর আলম মেহসুদের বাসভবনে হামলাটি ঘটে। বিস্ফোরণের সময় সেখানে একটি বিয়ের অনুষ্ঠান চলছিল। ঘটনার পর হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

প্রাদেশিক পুলিশ ও সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। এর আগে চলতি মাসের শুরুতে বান্নু জেলায় শান্তি কমিটির চার সদস্য নিহত হন। ২০২৫ সালের নভেম্বরে একই জেলার একটি শান্তি কমিটির কার্যালয়ে হামলায় সাতজন নিহত হয়েছিল।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top