জুলাই যোদ্ধাদের নতুন রাজনৈতিক ও সামাজিক প্ল্যাটফর্ম ‘অভ্যুত্থান বাস্তবায়ন আন্দোলন’ আত্মপ্রকাশ
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৪ জানুয়ারী ২০২৬, ১৬:০২
জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সমন্বয়ে নতুন রাজনৈতিক ও সামাজিক প্ল্যাটফর্ম ‘অভ্যুত্থান বাস্তবায়ন আন্দোলন (এইম)’ আত্মপ্রকাশ করেছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে গঠিত এই প্ল্যাটফর্মের লক্ষ্য জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের মাধ্যমে একটি বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ।
শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক অনুষ্ঠানে প্ল্যাটফর্মটির আংশিক আহ্বায়ক কমিটি, লক্ষ্য ও রূপরেখা ঘোষণা করা হয়।
ঘোষিত আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক করা হয়েছে আয়াতুল্লাহ বেহেস্তীকে এবং সদস্যসচিব করা হয়েছে শেখ নাজমুস সাকিবকে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন— রাফিদ, শামস, স্বাধীন, শিপু, মঈন, তৌফিক শাহরিয়ার, জারিফ, সোহান, ইশতিয়াক, শিপন ও গালিব। অনুষ্ঠানে জানানো হয়, পরবর্তীতে ৩০ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
অনুষ্ঠানে লিখিত বক্তব্যে আহ্বায়ক আয়াতুল্লাহ বেহেস্তী বলেন, জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের অপার সম্ভাবনা যেন ম্লান না হয়ে যায় এবং বিপ্লব যেন কোনো নির্দিষ্ট গোষ্ঠীর কুক্ষিগত না হয়—এই শঙ্কা থেকেই প্ল্যাটফর্মটির সূচনা। তিনি বলেন, “আমরা কোনো এনজিও বা রাজনৈতিক দোকান খুলতে আসিনি। আমরা এসেছি একটি ভয় থেকে—জুলাইয়ের রক্ত যেন বৃথা না যায়।”
তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের ১৭ মাস পার হলেও নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নের সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে। বিপ্লব নিয়ে আবেগী রোমান্টিসিজমের সময় শেষ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এখন সময় এসেছে হিসাব চাওয়ার।
সদস্যসচিব শেখ নাজমুস সাকিব বলেন, কোনো দল বা গোষ্ঠী এই রাষ্ট্রের ঠিকাদারি নিতে পারবে না। রাষ্ট্র পরিচালিত হবে মেধা, যোগ্যতা ও ন্যায়ের ভিত্তিতে। শিক্ষা, চিকিৎসা ও নিরাপত্তা নাগরিকের মৌলিক অধিকার উল্লেখ করে তিনি বলেন, এসব অধিকার দয়া বা ভিক্ষা হিসেবে গ্রহণ করা হবে না।
তিনি অভিযোগ করেন, জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের পুনর্বাসন এবং কর্মসংস্থানের ক্ষেত্রে সরকার ব্যর্থ হয়েছে। পাচারকৃত অর্থ উদ্ধার ও দায়ীদের বিচারের দাবি জানিয়ে তিনি বলেন, ছাত্ররা রাস্তা ছেড়ে দিয়েছে মানেই বিপ্লব শেষ—এমন ভাবা মারাত্মক ভুল। প্রয়োজনে জুলাইয়ের আগুন আবার জ্বলবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
অনুষ্ঠানে প্ল্যাটফর্মের লক্ষ্য ও রূপরেখা তুলে ধরেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষার্থী রবিউস সানি শিপু। ঘোষিত রূপরেখায় বলা হয়—
জুলাই বিপ্লবীদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও ইতিহাস সংরক্ষণ, আহত ও নিহতদের সঠিকভাবে গেজেটভুক্ত করা, অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষে উপদেষ্টাদের জবাবদিহিতা নিশ্চিত করা, বিগত সরকারের আমলের জাতীয় অবিচারের বিচার এবং মেধাভিত্তিক রাষ্ট্র ও শিক্ষা ব্যবস্থার সুরক্ষা নিশ্চিত করাই এই প্ল্যাটফর্মের প্রধান লক্ষ্য।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।