আবারও গাজায় ইসরায়েলের হামলায় অন্তত ২৯ জন নিহত
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০২৬, ১৮:৩৪
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা ও খান ইউনিসে যুদ্ধবিরতি লঙ্ঘন করে শনিবার (৩১ জানুয়ারি) ইসরায়েল ব্যাপক হামলা চালিয়েছে। ভোর থেকে দুপুর পর্যন্ত ৬ শিশুসহ অন্তত ২৯ জন নিহত হয়েছেন।
সর্বশেষ হামলায় গাজার পুলিশ সদরদপ্তরকে টার্গেট করা হয়েছে। শেখ রেদওয়ান এলাকায় অবস্থিত ওই সদরদপ্তরে অন্তত ৭ জন নিহত হয়েছেন, বহু মানুষ আহত হয়েছেন। এর আগে মধ্য গাজায় ৫ জন এবং দক্ষিণ গাজার আল-মাওয়াসিতে আরও ৭ জন নিহত হয়েছেন।
সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলের এই হামলাকে যুদ্ধবিরতি লঙ্ঘন এবং উত্তেজনা বৃদ্ধি হিসেবে উল্লেখ করেছে। গত বছরের অক্টোবরে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হয়েছিল, যা চার মাস ধরে চললেও নড়বড়ে ছিল। গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, ওই যুদ্ধবিরতির পর ইসরায়েল ৫০০-এর বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে।
আলজাজিরার সাংবাদিক হানি মাহমুদ জানাচ্ছেন, নতুন এই হামলার পর গাজার মানুষ আতঙ্কে রয়েছে। ইসরায়েলি সেনারা এখন পর্যন্ত শুধু বিক্ষিপ্ত হামলা চালালেও শনিবার সকাল থেকে ধারাবাহিকভাবে আক্রমণ চালাচ্ছে।
২০২৩ সালের অক্টোবর থেকে হামাস ও ইসরায়েলের সংঘর্ষ চলেছে, যা পর্যন্ত ইসরায়েল ৭১ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।