মঙ্গলবার, ১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

২০০ যাত্রী নিয়ে নাইজেরিয়ায় নৌকাডুবি

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৭ মে ২০২১, ২১:৪৮

২০০ যাত্রী নিয়ে নাইজেরিয়ায় নৌকাডুবি

বুধবার (২৬ মে) ২০০ জন যাত্রী নিয়ে নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের কেবি রাজ্যে একটি নৌকা ডুবে যায়। রাজ্যের গভর্নরের মুখপাত্র ইয়াহিয়া সারকি বিষয়টি নিশ্চিত করেছেন। এই ঘটনায় অনেক হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

এ বিষয়ে ইয়াহিয়া সারকি বলেছেন, ‘নৌকাটিতে ২০০ জন যাত্রী ছিল। নৌকাটি পাশ্ববর্তী দেশ নাইজার থেকে আসছিল। মাঝ নদীতে সাধারণ কাঠ দিয়ে স্থানীয়ভাবে তৈরি নৌকাডি ডুবে যায়। কতোজন মারা গেছে সঠিক বলা যাচ্ছে না। কারণ, এখনো মৃতদেহ উদ্ধার করা হচ্ছে।’ তিনি আরও জানিয়েছেন নৌকাটি কাইনজি লেকে ওয়ারা নামক স্থানের কাছাকাছি জায়গায় ডুবে যায়। যেটা নাইজার নদীর অংশ।

দুর্বল ব্যবস্থাপনা ও নিরাপত্তার অভাবে নাইজেরিয়ায় এই ধরনের ঘটনা মাঝে মধ্যেই ঘটে থাকে। তবে এবারের ঘটনায় যাত্রী সংখ্যা অনেক। তাই হতাহতের সংখ্যাও বেশি হবে বলে শঙ্কা করা হচ্ছে।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top