মঙ্গলবার, ১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

চীনের দম্পতিরা নিতে পারবে তিনটি সন্তান

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১ জুন ২০২১, ১৮:৫৯

চীনের দম্পতিরা  নিতে পারবে তিনটি সন্তান

পরিবার-পরিকল্পনা নীতি আরও শিথিল করেছে চীন। এখন থেকে চীনের দম্পতিরা তিনটি সন্তান নিতে পারবে। সোমবার চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে এমনটাই জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী চীন সরকার তাদের জনসংখ্যা কাঠামোর উন্নতি করতে চাচ্ছে। পাশাপাশি বয়স্ক মানুষের সংখ্যা বাড়ার সঙ্গে তাল মেলাতে তরুণ প্রজন্মও বাড়ানোর পরিকল্পনা হাতে নিয়েছে। সে লক্ষ্যে মাতৃত্বকালিন ছুটি বাড়ানো, মাতৃত্বকালিন বীমা পদ্ধতি, কর কমানো ও গৃহঋণ দেওয়ার মতো পরিকল্পনাও করছে।

গেল বছরের নভেম্বরে জনসংখ্যার সুষম উন্নয়নের লক্ষ্যে চীন পাঁচ বছরের পরিকল্পনা (২০২১-২০২৫) হাতে নিয়েছে। বয়স্ক মানুষের সংখ্যা বাড়ায় চীনে কর্মক্ষম মানুষের সংখ্যা কমে যাচ্ছে। এ সমস্যা সমাধানের জন্যই পরিবার-পরিকল্পনা নীতিতে শিথিলতা আনায়ন করছে। ২০১৬ সালে চীন এক সন্তান নীতি থেকে সরে দুটি সন্তান নেওয়ার অনুমতি দেয় দম্পতিদের।


এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top