আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো: ১৬ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগপত্র
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২ জুলাই ২০২৫, ১৫:৩১

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর নৃশংস ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ গঠিত হলো। অভিযোগপত্রে নাম রয়েছে সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ মোট ১৬ জনের। দেশজুড়ে চাঞ্চল্য ছড়ানো এ ঘটনায় এবার বিচারিক প্রক্রিয়া শুরু হচ্ছে।
তারিখটা ছিল ৫ আগস্ট, ২০২৪। ছাত্র-জনতার আন্দোলনের সময়, আশুলিয়ায় থানার সামনেই পাঁচজনকে গুলি করে হত্যা করা হয়। আরও একজন গুরুতর আহত অবস্থায় বেঁচে ছিলেন।
এরপর কী হয়? পুলিশ প্রথমে পাঁচটি লাশ ও একজন আহতকে ভ্যানে তোলে। তারপর তুলে নেয় পুলিশের নিজস্ব গাড়িতে। পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়—পুড়িয়ে ফেলা হয় জীবন্ত মানুষকেও!
এই মানবতাবিরোধী অপরাধের অভিযোগে, গত ১১ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়। এখন, প্রসিকিউশনের আনুষ্ঠানিক অভিযোগে ১৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। এর মধ্যে ১১ জনের নাম প্রকাশ করেছে তারা।
যাদের বিরুদ্ধে অভিযোগ, তাদের মধ্যে রয়েছেন—সাবেক এমপি সাইফুল ইসলাম, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম ও আবদুল্লাহিল কাফি, আশুলিয়া থানার সাবেক ওসি সায়েদ রনি, আরও রয়েছেন একাধিক সাবেক এসআই ও কনস্টেবল।
এর মধ্যে ৮ জন রয়েছেন কারাগারে, ৭ জনকে হাজির করা হয়েছে ট্রাইব্যুনালে। এই ঘটনায় শহীদ হয়েছেন: সাজ্জাদ হোসেন সজল, আস সাবুর, সুজয়, বায়েজিদ বুসতামি, আবুল হোসেন—আরও একজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি। এখন প্রশ্ন—এই ভয়ঙ্কর হত্যাকাণ্ডের ন্যায়বিচার কি মিলবে? নাকি এই ট্র্যাজেডি হারিয়ে যাবে অন্য সব বিচারহীনতার ভিড়ে?
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।