বহুল আলোচিত একুশে আগস্ট মামলার আপিল শুনানি চলছে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৯ আগষ্ট ২০২৫, ১২:৫৩

ছবি: সংগৃহীত

একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি আজ মঙ্গলবার, ১৯ আগস্ট সকাল ৯টা ৫৫ মিনিটে শুরু হয়েছে।

শুনানি করছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমদের নেতৃত্বে ৬ বিচারপতির আপিল বেঞ্চ। রাষ্ট্রপক্ষে উপস্থিত আছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ মাসুদ, আর তারেক-বাবরের পক্ষে শুনানি করছেন অ্যাডভোকেট এস এম শাহজাহান ও মোহাম্মদ শিশির মনির।

এর আগে, ১২ জানুয়ারি হাইকোর্ট বেঞ্চ মামলার খালাস দিয়েছেন। তখন বলা হয়েছিল, বিচার প্রক্রিয়া অবৈধ ছিল এবং চার্জশিট আইনি ভিত্তিতে গ্রহণযোগ্য নয়। ২০১৮ সালে বিচারিক আদালত একই মামলায় বাবরসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড এবং তারেকসহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

স্মরণ করুন, ২০০৪ সালের ২১ আগস্ট বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় ২৪ জন নিহত হন এবং শতাধিক নেতাকর্মী গুরুতর আহত হন। অনেকেই আজও তার প্রভাব বহন করছেন।”

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top