মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

১৪ হাজার দ্বৈত নাগরিকের তালিকা হাইকোর্টে

নিজস্ব প্রতিবেদক: | প্রকাশিত: ৩১ মার্চ ২০২১, ২১:৩৪

১৪ হাজার দ্বৈত নাগরিকের তালিকা হাইকোর্টে

বাংলাদেশে বসবাসরত দ্বৈত নাগরিক ও পাসপোর্টধারী ১৩ হাজার ৯৩১ জনের তালিকা হাইকোর্টে দাখিল করা হয়েছে।

বুধবার (৩১ মার্চ) পুলিশের বিশেষ শাখার পুলিশ সুপার (ইমিগ্রেশন) অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দ্বৈত নাগরিকের তালিকাসহ এ সংক্রান্ত প্রতিবেদন দাখিল করেছেন।

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এই প্রতিবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।

গত বছরের ২১ ডিসেম্বর হাইকোর্টের এক আদেশে বাংলাদেশে বসবাসকারী দ্বৈত নাগরিক ও পাসপোর্টধারীদের তালিকা চেয়ে ২৮ ফেব্রুয়ারির মধ্যে সেই তালিকা দাখিল করতে পুলিশের বিশেষ শাখার পুলিশ সুপারকে (ইমিগ্রেশন) নির্দেশ দেয়া হয়। ওইদিন কানাডাসহ বিভিন্ন দেশে অর্থপাচারকারীদের পরিচয়, ঠিকানাসহ অর্থপাচারের যাবতীয় তথ্য জানতে চাওয়ার ধারাবাহিকতায় বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দিয়েছিলেন।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top