থার্টি ফার্স্ট নাইট যেভাবে এল
রাজীব রায়হান | প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৪, ১৭:৪০

বছর শেষে আবারও এল ‘থার্টি ফার্স্ট নাইট’। ক্যালেন্ডারের পাতায় ফের স্থান করে নিল বহুল কাঙ্ক্ষিত ‘থার্টি ফার্স্ট’। বাতাসে কান পাতলেই বাজছে পুরোনো বছরকে বিদায় জানানোর করুণ সুর! নতুন বছর আসে নতুন প্রত্যাশা নিয়ে। বছরের প্রথম দিনটি পুরোনো দিনগুলোর স্মরণার্থে এবং নতুন দিনগুলোকে আগমন জানাতে বর্ণিল উৎসবের মাধ্যমে পালন করা হয়।
থার্টি ফার্স্ট নাইট ইংরেজি শব্দ। থার্টি অর্থ ত্রিশ। ফার্স্ট অর্থ প্রথম এবং নাইট অর্থ রাত। থার্টি ফাস্ট নাইট অর্থ একত্রিশ-এর রাত। ইংরেজি নতুন বর্ষকে বরণ করার লক্ষ্যে এই দিবস পালন করা হয়। থার্টি ফার্স্ট নাইটকে নিউ ইয়ার ইভও বলা হয়। বিভিন্ন দেশে এই দিনটিতে পাবলিক হলিডে পালন করা হয়।
বিভিন্ন ধরনের উৎসবের পালনের মাধ্যমে মুখরিত করা হয় এই দিনটি। খ্রিষ্টপূর্ব ৪৬ সালে সম্রাট জুলিয়াস সিজার একটি নতুন বর্ষপঞ্জিকার প্রচলন করেন। এটিই জুলিয়ান ক্যালেন্ডার। রোমে জুলিয়ান ক্যালেন্ডারের অন্তর্গত বছরের প্রথম দিনটি জানুস দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। জানুস হলেন প্রবেশপথ বা সূচনার দেবতা।
তার নাম অনুসারেই বছরের প্রথম মাসের নাম জানুয়ারি নামকরণ করা হয়। পারস্য সম্রাট জমশিদ খ্রিষ্টপূর্ব ৮০০ সালে নওরোজের প্রচলন করেন। এই ধারাবাহিকতায় পারস্যে এখনো নওরোজ ঐতিহ্যগত জাতীয় উৎসব পালন করা হয়। তারপর পারস্য হতে ধীরে ধীরে বিভিন্ন দেশে এই উৎসব পালিত হয়।
ব্যাবিলনিয়ায় নববর্ষ শুরু হতো মহাবিষুবের দিন ২০ মার্চ। গ্রিকদের নববর্ষ শুরু হতো খ্রিষ্টপূর্ব পঞ্চম শতাব্দী পর্যন্ত ২১ ডিসেম্বর। এভাবে বিভিন্ন রীতিনীতি অনুযায়ী পালন করা হতো নববর্ষ। পরবর্তী সময়ে খ্রিষ্টীয় রীতি অনুযায়ী শুধু মুসলিম দেশ ছাড়া সারা বিশ্বে গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী ৩১ ডিসেম্বর এই দিনে নববর্ষ পালন করা হয়।
ইংরেজি সাল গণনার বিষয়টি ইংরেজদের আবিষ্কার নয়। এটি গ্রেগরিয়ান বা খ্রিষ্টানদের আবিষ্কার। তাই এটিকে গ্রেগরিয়ান নববর্ষ বলা হয়। ১৭৫২ সালে ইংরেজরা ১ জানুয়ারিকে ইংরেজি নববর্ষ হিসেবে পালন করে। থার্টি ফার্স্ট নাইটের ইতিহাস থেকে বোঝা যায় এটি গ্রেগরিয়ান নববর্ষ।
বিভিন্ন দেশে ইংরেজি নববর্ষ পালন
ফ্রান্স
বিভিন্ন দেশে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী ইংরেজি নববর্ষ পালন করা হয়। যেমন ফ্রান্সের জনগণ আবহাওয়াকে নতুন বছরের ভবিষ্যদ্বাণী মনে করে। তাদের মতে, আগত বছরের প্রাপ্তি সম্পর্কে আভাস দেয় বাতাস। বাতাস যদি পূর্ব দিকে বয়, তা হলে এ বছর ফল উৎপাদন ভালো হবে, পশ্চিমে বইলে মাছ উৎপাদন ভালো হবে, উত্তরে বইলে ফসল উৎপাদন ভালো হবে না বলে ধরে নেয় তারা।
লন্ডন
লন্ডনে বিগ বেন-এ ৩১ ডিসেম্বর রাত ১২টা নাগাদ সংকেত দিলেই টেমস নদীর আকাশ ছেয়ে যায় আতশবাজির ঝলকে।
স্কটল্যান্ড
স্কটল্যান্ডের নিউ ইয়ার ইভের নাম হোগমেনেই। এদিন এডিনবার্গের প্রিন্সেস স্ট্রিটে স্ট্রিট পার্টি হয়।
গ্রিস ও সাইপ্রাস
গ্রিস ও সাইপ্রাসের নতুন বছর উদযাপনের মাত্রা একটু ভিন্ন। তারা বছর শুরুর রাতে বাতি নিভিয়ে ভাসিলাপিতা (বাসিল পাই) কাটে। এর ভেতর একটি কয়েন থাকে। যার ভাগ্যে এই কয়েনটি পড়ে তাকে সারা বছরের জন্য ভাগ্যবান বলে মনে করা হয়।
অন্যান্য
কানাডা, রিপাবলিক অব আয়ারল্যান্ড, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডসে নতুন বছরের দিন মানুষ সমুদ্রসৈকত বা জলের দিকে ছুটে যায়। কখনো কখনোএই উদযাপনপানকে পোলার বিয়ার প্লাঞ্জেস বলে। বিভিন্ন সংগঠন দাতব্য সেবায় টাকা তুলতেও কখনো কখনো পোলার বিয়ার পাঞ্জেসের আয়োজন করে।
আমাদের দেশেও বর্তমানে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ইংরেজি নববর্ষকে স্বাগত জানানো হয়। ৩১ ডিসেম্বর ও বছরের শুরুর দিন আয়োজন করা হয় বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান, কনসার্ট, পার্টি ইত্যাদি। এ ছাড়াও টেলিভিশন, রেডিও ও বিনোদন মাধ্যমগুলোতে থাকে বিশেষ আকর্ষণ।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।