সোমবার, ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

উত্তরার আকাশে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: কী ঘটেছিল দুপুর ১টা ১৮ মিনিটে?

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২১ জুলাই ২০২৫, ১৪:১৩

ছবি: সংগৃহীত

উত্তরার আকাশে হঠাৎ বিকট শব্দ! মুহূর্তেই ছুটে আসে মানুষ... মাটিতে পড়ে আছে একটি বিমান! আজ সোমবার, ২১ জুলাই — রাজধানী উত্তরার দিয়াবাড়ি এলাকায় বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান।

দুর্ঘটনার সময় ছিল দুপুর ১টা ১৮ মিনিট। স্থান— মাইলস্টোন কলেজের কাছাকাছি এলাকা। প্রত্যক্ষদর্শীরা জানান, আকাশ থেকে বিকট শব্দে নিচে পড়ে যায় ছোট আকারের একটি বিমান। এলাকাবাসী প্রথমে ভেবেছিলেন বিস্ফোরণ হয়েছে! পরে জানা যায়, এটি ছিল বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস থেকে জানানো হয়েছে—তাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে, আরো দুটি ইউনিট রাস্তায় প্রস্তুত আছে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম বলেন—আমরা ১টা ১৮ মিনিটে খবর পাই। ঘটনাস্থলে ইউনিট পাঠানো হয়েছে। বিস্তারিত এখনো জানা যায়নি।

এই ঘটনায় উত্তরা জুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আকাশ থেকে হঠাৎ করে পড়ে যাওয়া বিমান নিয়ে সৃষ্টি হয়েছে নানা প্রশ্ন। এটি কি যান্ত্রিক ত্রুটি? নাকি অন্য কোনো কারণ? বিমানবাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিস্তারিত তদন্ত শুরু করেছে। এই মুহূর্তে কেউ হতাহত হয়েছেন কি না, তা এখনো নিশ্চিত নয়।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top