মাইলস্টোন ট্র্যাজেডি: ৩১ প্রাণহানিতে শোকাহত নিউজফ্ল্যাশ ৭১
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২২ জুলাই ২০২৫, ১৮:১৯

আজকের ঢাকা—শুধু শহর নয়, এক বেদনার নাম। উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের স্থায়ী ক্যাম্পাসে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। শেষ খবর অনুযায়ী, প্রাণ হারিয়েছেন ৩১ জন। আহত হয়েছেন আরও অনেকে। ঘটনাস্থলে আতঙ্ক, কান্না আর বিভীষিকা—সব মিলিয়ে এক হৃদয়বিদারক ট্র্যাজেডি।
এই ঘটনায় গভীর শোক জানিয়েছে নিউজফ্ল্যাশ ৭১। গণমাধ্যমটি বলেছে—এ ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা শুধু কিছু পরিবার নয়, পুরো জাতিকে ব্যথিত করে। আমরা গভীরভাবে শোকাহত। আমরা প্রত্যাশা করি, আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন।
নিউজফ্ল্যাশ ৭১ জোর দিয়ে বলেছে—এই ট্র্যাজেডির পেছনে যেসব ত্রুটি বা অবহেলা রয়েছে, তার সুষ্ঠু তদন্ত প্রয়োজন। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে—যাতে ভবিষ্যতে এমন মর্মান্তিক ঘটনা আর না ঘটে।
আমরা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি। আহতদের দ্রুত আরোগ্য লাভ হোক—এই কামনায় আমরা আপনাদের সবার দোয়া চাই। নিউজফ্ল্যাশ ৭১ সর্বস্তরের মানুষকে আহ্বান জানাচ্ছে—দোয়া ও সহমর্মিতায় একাত্ম হতে। এই দুঃখ শুধু কয়েকটি পরিবার নয়—এ আমাদের সম্মিলিত শোক। পরে আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।