রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

২৬ জুলাই, স্মৃতির নিচে চাপা পড়ে থাকা ২৬ জুলাইয়ের কান্না

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৬ জুলাই ২০২৫, ১৪:৫৪

ছবি: সংগৃহীত

নতুন বাংলাদেশ গঠনের দাবিতে রাজপথে নেমেছিল হাজারো শিক্ষার্থী। কিন্তু ২০২৪ সালের ২৬ জুলাই—এই দিনটি হয়ে ওঠে বাংলাদেশের ছাত্র রাজনীতির এক কালো অধ্যায়।

ঢাকার গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে তুলে নেওয়া হয় কোটা সংস্কার আন্দোলনের তিন শীর্ষ সমন্বয়ক—নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও আবু বাকের মজুমদারকে। ডিবি পুলিশের হেফাজতে নেওয়া হয় নিরাপত্তার নামে।

তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা নিজেরাই নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। এই দিনেই বিএনপি শেখ হাসিনা সরকারের পদত্যাগসহ এক দফা দাবিতে দেয় জাতীয় ঐক্যের ডাক। এরপরই সারাদেশে চলে সাঁড়াশি অভিযান। ১০ দিনে গ্রেপ্তার করা হয় ৬ হাজারেরও বেশি মানুষ, ঢাকায়ই ২,৪১৬ জন।

১৭ থেকে ২৬ জুলাই—মাত্র ১০ দিনে প্রাণ হারায় ২০৯ জন। শুধুমাত্র ২৬ জুলাইতেই মৃত্যু হয় আরও একজনের। জাতিসংঘ প্রকাশ করে গভীর উদ্বেগ। ব্রিটিশ এমপি রুপা হক পার্লামেন্টে প্রশ্ন তোলেন বাংলাদেশের পরিস্থিতি নিয়ে। কানাডাও জানায় বিস্ময়। এদিকে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধান ফটকটির নাম রাখে “শহীদ রুদ্র তোরণ”।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আহতদের দেখতে যান, চিকিৎসা ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেন। আর টিআইবি ও সুশাসনের জন্য নাগরিক সংগঠনগুলো শান্তিপূর্ণ আন্দোলনের অধিকার রক্ষার দাবি জানায়।

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top