সাহসী সূর্য আমাদের শিখিয়ে দিল বন্ধুত্বের আসল মানে

সাবিকুন নাহার সাদিয়া | প্রকাশিত: ২৭ জুলাই ২০২৫, ১৫:৫৮

ছবি: সংগৃহীত


বন্ধু মানে কি কেবল খেলার সাথী? নাকি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে পাশে থাকার এক আস্থার সত্তা। সেই বন্ধুই আসল যে আপনার বিপদে পিছ পা হবে না।

এক ভয়াবহ আগুনের ঘটনায় যখন গোটা দেশ শোকস্তব্ধ, তখন আলো ছড়াল এক ছোট্ট সাহসী হৃদয়ের গল্প। তার নাম সূর্য। ভয় আর মৃত্যু যখন পাশেই দাঁড়িয়ে, তখন নিজের জীবন না ভেবে সূর্য যা করল, তা শুধুই সাহসের নয়, বন্ধুত্বের এক অসামান্য দৃষ্টান্ত।

২১ জুলাইয়ের মাইলস্টোন স্কুলের সেই বিভীষিকাময় দিনে সূর্য হোমওয়ার্ক না করায় ডিটেনশন ক্লাসে যায়। পাঁচজন বন্ধু মিলে একটি কর্নারের রুমে অপেক্ষা করছিল। হঠাৎ বিকট শব্দে আগুনের সূত্রপাত ঘটে।

মুহূর্তেই চারপাশ ধোঁয়ায় ভরে যায়, তাপমাত্রা উঠে যায় ৭০° সেলসিয়াসে। ঘরের ভেতর দম নেয়াও ছিল যন্ত্রণাদায়ক।

ঠিক তখনই সূর্যের সাহসিকতা প্রকট হয়ে ওঠে। জানালা দিয়ে বাঁচার রাস্তা দেখে সে নিজে পালায়নি। বারান্দা দিয়ে গ্রিল কাটা রাস্তা খুঁজে পেয়ে সবার আগে বলল "আপনারা দাঁড়ান, আমি আমার বন্ধুদের নিয়ে আসছি।"

এরপর সূর্য ফিরে গিয়ে একে একে সব বন্ধুদের নিয়ে আসে এবং নিজে সবার শেষে কার্নিশে দাঁড়িয়ে তাদের নামার ব্যবস্থা করে। এক মুহূর্তের জন্যও সে নিজের প্রাণ  নিয়ে আগে ভাবেনি এটাই বন্ধু, এটাই হল একজন মনুষ্যত্বের সত্তা ।

এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, সন্তানকে মানুষ করতে হয় মানবিক শিক্ষা দিয়ে, শুধু নম্বর দিয়ে নয়। সূর্য প্রমাণ করে দিয়েছে ভালো রেজাল্ট নয়, ভালো মন চাই। একজন মানবিক মানুষই পারে জীবনের কঠিন সময়েও বন্ধুর পাশে দাঁড়াতে। তাই সন্তানকে A+ এর জন্য প্রেশার না দিয়ে আগে মনুষ্যত্বের শিক্ষা দিন।

এই সাহসী সূর্য আমাদের শিখিয়ে দিল, বন্ধুত্ব মানে কেবল একসাথে খেলা নয় প্রয়োজনে প্রাণ দিয়ে পাশে থাকা।  

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top