জুলাই সনদ ২০২৫: গণআন্দোলনের স্বীকৃতি-সহ সাত দফা সংস্কারের খসড়া চূড়ান্ত
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৯ জুলাই ২০২৫, ১৩:৩৫

জাতীয় ঐকমত্য কমিশন চূড়ান্ত করেছে জুলাই জাতীয় সনদ ২০২৫-এর খসড়া। ইতোমধ্যে তা পাঠানো হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের কাছে—তাদের মতামতের ভিত্তিতেই তৈরি হবে চূড়ান্ত দলিল।
কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ সাংবাদিকদের জানান—মৌলিক আপত্তি না থাকলে খসড়াতেই চূড়ান্ত রূপ দেওয়া হবে। সংলাপে নির্দিষ্ট দিনে হবে স্বাক্ষর। খসড়ায় মোট সাতটি মূল অঙ্গীকার তুলে ধরা হয়েছে, যা একসাথে মিলে দেশের রাজনৈতিক সংস্কার ও নতুন গণতান্ত্রিক ভিত নির্মাণের প্রতিশ্রুতি দেয়।
সংক্ষেপে মূল অঙ্গীকারগুলো: ১. জুলাই সনদ পুরোপুরি বাস্তবায়নের অঙ্গীকার। ২. সংবিধান, বিচার, প্রশাসন ও দুর্নীতি দমন–সব খাতে কাঠামোগত সংস্কারের প্রতিশ্রুতি। ৩. দুই বছরের মধ্যে সংস্কার প্রক্রিয়া সম্পন্ন করা হবে। ৪. সনদের সুপারিশ দ্রুত বাস্তবায়নের প্রতিশ্রুতি। ৫. প্রতিটি ধাপে আইনি-সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত। ৬. বাস্তবায়নে অটল অবস্থান। ৭. ২০২৪ সালের গণ-আন্দোলনকে সংবিধানে স্বীকৃতি।
সনদ বাস্তবায়ন হলে বদলে যেতে পারে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ—নতুন প্রজন্মের আন্দোলনের প্রতিফলন পাবে আইন ও রাষ্ট্রব্যবস্থায়।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।