বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২

২০২৬ সালের একুশে পদকের জন্য মনোনয়ন আহ্বান

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৯ জুলাই ২০২৫, ১৭:০০

ছবি: সংগৃহীত

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ২০২৬ সালের একুশে পদক প্রদান উপলক্ষে মনোনয়ন প্রস্তাব আহ্বান করা হয়েছে। তথ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে—এ বছর ৩০ অক্টোবর ২০২৫ তারিখের মধ্যে মনোনয়ন প্রস্তাব পাঠাতে হবে।

মনোনয়ন পাঠাতে বলা হয়েছে—সরকারের সব মন্ত্রণালয় ও বিভাগ, সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীন দপ্তর ও সংস্থা, পাবলিক বিশ্ববিদ্যালয়, জেলা প্রশাসকবৃন্দ, এবং স্বাধীনতা ও একুশে পদকে ভূষিত গুণীজনদের।

একুশে পদক প্রদান করা হবে যেসব ক্ষেত্রে: ভাষা আন্দোলন,  শিল্পকলা (সংগীত, নৃত্য, অভিনয়, চারুকলা ইত্যাদি), মুক্তিযুদ্ধ, সাংবাদিকতা, গবেষণা, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, অর্থনীতি, সমাজসেবা, রাজনীতি, ভাষা ও সাহিত্য। এছাড়াও, সরকার নির্ধারিত অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রেও মনোনয়ন দেওয়া যাবে।

মনোনয়ন পেতে পারেন—ব্যক্তি (জীবিত বা মৃত), গোষ্ঠী, প্রতিষ্ঠান বা সংস্থা—যারা সংশ্লিষ্ট ক্ষেত্রে রেখেছেন গৌরবোজ্জ্বল ও প্রশংসনীয় অবদান। মনোনয়ন ফরম, নীতিমালা এবং বিস্তারিত তথ্য পাওয়া যাবে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে www.moca.gov.bd, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও www.moi.gov.bd, মনে রাখবেন, মনোনয়ন পাঠানোর শেষ তারিখ: ৩০ অক্টোবর ২০২৫।

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top