বৃহঃস্পতিবার, ৭ আগস্ট ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২

নামহীন ৬ শহীদ—জুলাই অভ্যুত্থানের গুলিতে ঝরেছিল যাদের প্রাণ

এক বছর পরও কেউ এল না—জুলাই আন্দোলনের ৬ লাশ দাফন আজ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৭ আগষ্ট ২০২৫, ১৫:৫২

ছবি: সংগৃহীত

এক বছর হয়ে গেছে, তবুও এই ৬টি লাশের কেউ নেই। না আছে আত্মীয়, না কোনো বন্ধু। জুলাই গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া ৬ অজ্ঞাত মানুষের মরদেহ আজ অবশেষে দাফন করা হচ্ছে।

ঢাকা মেডিকেল কলেজের মর্গে এক বছর ধরে পড়ে ছিল এই ৬টি মরদেহ। কেউ তাদের খোঁজে আসেনি। কেউ জিজ্ঞেস করেনি—কোথায় গেল আমাদের মানুষটা?

আজ বৃহস্পতিবার সকালে আঞ্জুমান মফিদুল ইসলাম-এর কাছে হস্তান্তর করা হবে লাশগুলো। অজ্ঞাত হিসেবেই দাফন করা হবে। চিরতরে হারিয়ে যাবে তাদের পরিচয়?

শাহবাগ থানার ওসি নিশ্চিত করেছেন, এই লাশগুলোর মধ্যে যাত্রাবাড়ী থেকে ৩ জন, শাহবাগ থেকে ২ জন এবং পল্টন থেকে ১ জন—সবাই নিহত হয়েছিলেন সেই জুলাই আন্দোলনের সময় গুলিতে।

তাদের পরিচয় শনাক্তে বহু চেষ্টা হয়েছে। ডিএনএ সংগ্রহ করে রাখা হয়েছে—যদি কখনও কেউ এসে বলে, ওটা আমার ভাই আমার ছেলে। কিন্তু এই এক বছরে কেউই আর আসেনি। জুলাই আন্দোলন ইতিহাস হয়ে যাচ্ছে। কিন্তু এই ৬ জন রয়ে গেল নামহীন, পরিচয়হীন। তাদের গল্প কি কেউ বলবে না?



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top