মাঝেমধ্যে দু’একটা খুন-খারাবি হয়, এটা বিচ্ছিন্ন ঘটনা:সিইসি

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৫, ১৪:১৮

সংগৃহীত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলি চালানোর ঘটনায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেন, এটি একটি ‘বিচ্ছিন্ন ঘটনা’। তিনি একই সঙ্গে আসন্ন জাতীয় নির্বাচনে সংশয় ও দুশ্চিন্তা না করার আহ্বান জানান।

সোমবার গুলশানে আয়োজিত এক অনুষ্ঠানে সিইসি বলেন, “নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত এবং নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে। হাদির ঘটনা এক বা দুইটি ‘দুঃখজনক ঘটনা’ মাত্র, এগুলোকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখা উচিত। এর আগেও বাংলাদেশে এ ধরনের ঘটনা ঘটেছে।”

তিনি আরও উদাহরণ হিসেবে উল্লেখ করেন, “আগে কি আহসানুল্লাহ মাস্টার খুন হননি? আমাদের কিবরিয়া সাহেব—ফরমার ফাইনাল ফরেন মিনিস্টার—ও কি নিরাপদ ছিলেন না? এ ধরনের ঘটনা নির্বাচনের সময় বাংলাদেশে নতুন কিছু নয়।”

আইনশৃঙ্খলা পরিস্থিতির তুলনামূলক উন্নতির কথাও তুলে ধরে সিইসি বলেন, “আপনারা ৫ই আগস্ট ২৪-এর সঙ্গে তুলনা করুন। এখন আমরা শান্তিতে চলাফেরা করতে পারি, রাস্তাঘাটে নিরাপদে ঘুরতে পারি, ঘুমাতে পারি। আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো উল্লেখযোগ্য অবনতি হয়নি।”

তিনি আরও জানান, নির্বাচন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে এবং প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। সিইসি শেষকথা বলেন, “নির্বাচন সঠিক সময়ে, সুষ্ঠভাবে, প্রতিযোগিতামূলকভাবে হবে। নির্বাচন কমিশন যে ওয়াদা দিয়েছে, তা পূরণে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।”

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top