আরপিও সংশোধনীতে ফিরছে ‘না’ ভোট, ইভিএমের বিধান বাদ
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৪৪

গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিওতে একগুচ্ছ সংশোধনী এনে চূড়ান্ত খসড়া আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন। মঙ্গলবার রাতে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন—আইন মন্ত্রণালয় ভেটিং শেষে গেজেট আকারে প্রকাশ করা হবে এই সংশোধনীগুলো।
সবচেয়ে আলোচিত পরিবর্তন হলো—‘না’ ভোটের বিধান ফিরে আসছে। কোথাও একক প্রার্থী থাকলেও তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে পারবেন না। তাকে ‘না’ ভোটের প্রতিদ্বন্দ্বিতা পেরিয়ে জিততে হবে। আর যদি ‘না’ ভোট বেশি হয়, তাহলে সেখানে পুনরায় নির্বাচন হবে।
সংশোধনীর অন্য প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে—সরকার ও ইসির মধ্যে মতবিরোধ হলে ইসির সিদ্ধান্তই চূড়ান্ত, তফসিল ঘোষণার ৪৫ দিন আগে থেকেই প্রশাসন ও পুলিশ ইসির অধীনে থাকবে, প্রার্থীর জামানত ৫০ হাজার টাকা, সমান ভোট পেলে লটারির পরিবর্তে পুনঃভোট, ভোট গণনায় সাংবাদিকদের উপস্থিতি, প্রার্থীর আয়–ব্যয় ওয়েবসাইটে প্রকাশ, হলফনামায় অসত্য তথ্য দিলে ভোটের পরও ব্যবস্থা, আর আচরণবিধি ভাঙলে শাস্তিমূলক পদক্ষেপ।
একই সঙ্গে ইভিএম বাদ দিয়ে আবারও কাগজের ব্যালটে ভোট হবে বলে নিশ্চিত করেছে নির্বাচন কমিশন। আরপিও সংশোধনীর এই প্রস্তাবগুলো এখন আইন মন্ত্রণালয়ের যাচাইয়ের অপেক্ষায়।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।