নেতানিয়াহুসহ ইসরায়েলের ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে তুরস্কের গ্রেপ্তারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৫, ১৭:১৬

সংগৃহীত

গাজা যুদ্ধ নিয়ে চরম উত্তেজনা। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ দেশটির শীর্ষ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তুরস্ক। গাজার যুদ্ধকে 'গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ' আখ্যা দিয়ে এই বড় পদক্ষেপ নিলো ইস্তাম্বুল প্রসিকিউটর অফিস।

অভিযুক্তদের তালিকায় আছেন প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল ক্যাটজ, জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির এবং সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল আয়াল জামির।

প্রসিকিউশন বলেছে, অক্টোবর ২০২৩ থেকে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান ‘পদ্ধতিগতভাবে গণহত্যা’ চালাচ্ছে। আল-আহলি ব্যাপটিস্ট হাসপাতালে হামলায় ৫০০ জন নিহত হওয়ার ঘটনাও বিবৃতিতে উল্লেখ করা হয়।

আরও বলা হয়েছে, ইসরায়েলি সৈন্যরা ইচ্ছাকৃতভাবে মানবিক সহায়তা বন্ধ করেছে এবং গত মার্চে তুরস্ক নির্মিত ‘তুর্কি-ফিলিস্তিনি মৈত্রী হাসপাতাল’-ও বোমা হামলায় ধ্বংস করেছে।

তবে ইসরায়েল এটিকে 'প্রচারনামূলক নাটক' বলে উড়িয়ে দিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সা’র সামাজিক মাধ্যমে লিখেছেন, তারা তুরস্কের এই স্বৈরাচারের নতুন পিআর নাটককে ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে।

অন্যদিকে ফিলিস্তিনি সংগঠন হামাস তুরস্কের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। তারা বলেছে, এটি ন্যায় ও মানবতার প্রতি তুর্কি নেতৃত্বের অঙ্গীকারের প্রতিফলন। এই গ্রেপ্তারি পরোয়ানা তুরস্ক এবং ইসরায়েলের মধ্যে কূটনৈতিক সম্পর্ককে আরও উত্তপ্ত করবে বলে মনে করা হচ্ছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top