হাদিকে গুলি করা মাসুদের ভারতে গিয়ে সেলফি

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৫, ১৩:৫৩

সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলির ঘটনায় অভিযুক্ত সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের সেলফি ও ব্যবহৃত ফোন নম্বর প্রকাশ করেছেন সাংবাদিক জুলকারনাইন সায়ের।

রোববার (১৪ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জুলকারনাইন সায়ের জানান, ভারতে পালিয়ে যাওয়ার পর মাসুদ নিজেই একটি সেলফি তুলেছেন, যা পরে বিভিন্ন নম্বরে পাঠানো হয়। তিনি ওই পোস্টে অভিযুক্তের একটি ছবিও প্রকাশ করেন।

পোস্টে জুলকারনাইন সায়ের লেখেন, ইনকিলাব মঞ্চের সংগঠক ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করার ঘটনায় জড়িত শ্যুটার ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং তার সহযোগী মোটরবাইকচালক আলমগীর হোসেন গত ১২ ডিসেম্বর সন্ধ্যায় ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন। বিশেষ গোয়েন্দা সূত্রের বরাতে তিনি আরও দাবি করেন, জাহাঙ্গীর কবির নানকের পিএস মো. মাসুদুর রহমান বিপ্লব ফয়সাল করিম মাসুদকে একটি ভারতীয় ফোন নম্বর সংগ্রহ করে দেন।

জানা গেছে, +৯১৬০০১৩৯৪০** নম্বরটি ব্যবহার করে ফয়সাল করিম মাসুদ নিজের তোলা সেলফি কয়েকটি নম্বরে পাঠান। এর মধ্যে একটি নম্বর ইন্টারসেপ্ট করা হলে ওই ছবিটি উদ্ধার করা হয়। পরে নিশ্চিত হওয়া যায়, ছবিটি ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে তোলা।

এর আগে, গত ১২ ডিসেম্বর (শুক্রবার) জুমার নামাজের পর রাজধানীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে মোটরসাইকেলে এসে চলন্ত একটি রিকশায় থাকা ওসমান হাদির মাথায় গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় ওসমান হাদির পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে।

এদিকে এই হত্যাচেষ্টা মামলায় সোমবার (১৫ ডিসেম্বর) পর্যন্ত মোট আটজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনার তদন্ত চলছে এবং পলাতক আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top