২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান: নিজেই দিলেন ঘোষণা
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:৩৯
দীর্ঘ ১৮ বছরের অপেক্ষার অবসান! অবশেষে দেশে ফেরার সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল মঙ্গলবার লন্ডনের এক আলোচনা সভায় তিনি নিজেই জানিয়েছেন, আগামী ২৫শে ডিসেম্বর ইনশাআল্লাহ তিনি বাংলাদেশে ফিরছেন।
তারেক রহমান বলেন, ২৪-এর গণ-অভ্যুত্থান কোনো একক দলের নয়, এটি দেশের সর্বস্তরের মানুষের সম্মিলিত অর্জন। ষড়যন্ত্র এখনো থেমে নেই সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
ক্ষমতায় গেলে শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনীতিতে বড় সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, সঠিক পরিকল্পনায় ৬ মাসেই সুফল পাবে দেশের মানুষ। তবে নেতা-কর্মীদের সতর্ক করে তিনি বলেছেন, বিমানবন্দরে যেন কেউ ভিড় না করেন, যাতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন না হয়।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।