হাসনাতের হুঁশিয়ারিতে ভারতের পারমাণবিক শক্তির হুমকি

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৫, ১৭:৩১

ছবি: সংগৃহীত

বাংলাদেশের এক রাজনৈতিক নেতার বিতর্কিত মন্তব্যে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ভারতের আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মঙ্গলবার তিনি বলেন, বাংলাদেশের কিছু মানুষ বারবার ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে তাদের দেশের সঙ্গে যুক্ত করার কথা বলছে, যা “দায়িত্বজ্ঞানহীন ও বিপজ্জনক”। তিনি স্পষ্ট করে জানান, এমন বক্তব্যে ভারত মোটেই চুপ থাকবে না।

বিতর্কিত মন্তব্যটি করেছেন ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ। সোমবার তিনি দাবি করেন, যদি ভারত বাংলাদেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করে, তবে ঢাকা প্রতিশোধ নিতে পারে। প্রতিশোধ হিসেবে তিনি বলেন, ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলোকে বিচ্ছিন্ন করার উদ্যোগ নেওয়া উচিত এবং ওই অঞ্চলের বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলোকে সমর্থন করা যায়।

এ প্রসঙ্গে হিমন্ত বিশ্ব শর্মা লুমডিংয়ে সাংবাদিকদের বলেন, গত এক বছর ধরে বাংলাদেশ থেকে এমন বক্তব্য আসছে যে ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে আলাদা করে বাংলাদেশের অংশ করা উচিত। তিনি বলেন, “ভারত একটি অত্যন্ত বড় দেশ, পারমাণবিক শক্তিধর এবং বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি। বাংলাদেশের এই চিন্তাভাবনা সম্পূর্ণ ভুল।”

মুখ্যমন্ত্রী আরও হুঁশিয়ারি দেন, “এভাবে আচরণ চালিয়ে গেলে ভারত চুপ করে থাকবে না।” তার কঠোর মন্তব্য থেকে বোঝা যায়, ভারত সরকার এই ধরনের দাবিকে উস্কানিমূলক হিসেবে দেখছে এবং অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top