বৃহঃস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২

বিচার শুরু হচ্ছে কাদের-সাদ্দামসহ ৭ নেতার: জুলাই গণহত্যার দায়

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৫, ১৮:০৯

সংগৃহীত

চব্বিশের জুলাই-আগস্টের সেই ভয়াবহ হত্যাযজ্ঞের বিচারে আরও এক ধাপ অগ্রগতি। সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সাত নেতার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।

বৃহস্পতিবার সকালে ট্রাইব্যুনাল-২ এর রেজিস্ট্রারের কাছে এই চার্জশিট জমা দেওয়া হয়। অভিযোগপত্রে সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলি আরাফাত এবং নিষিদ্ধ হওয়া ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও ইনানের নামও রয়েছে।

প্রসিকিউটর গাজী এমএইচ তামিম জানিয়েছেন, এই সাতজনের বিরুদ্ধে প্রাথমিক তদন্ত সম্পন্ন হয়েছে। জুলাই বিদ্রোহ দমনে তাঁদের উস্কানি ও সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে বলে দাবি করেছে প্রসিকিউশন।

আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের এই শীর্ষ নেতাদের বিরুদ্ধে এখন মানবতাবিরোধী অপরাধের আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হবে। দীর্ঘ তদন্তের পর ৮ই ডিসেম্বর এই তথ্য চূড়ান্ত করা হয়েছিল।

 

 

 

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top