চীন-রাশিয়াকে রুখতে যুক্তরাষ্ট্রের ৯০১ বিলিয়ন ডলারের বাজেট
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৫, ১৭:১৫
মার্কিন সিনেটে পাস হলো রেকর্ড ৯০১ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল। ৭৭-২০ ভোটের ব্যবধানে এটি পার্লামেন্টের উচ্চকক্ষে অনুমোদন পেয়েছে। এই ন্যাশনাল ডিফেন্স অথোরাইজেশন অ্যাক্টের মূল লক্ষ্য হলো চীন ও রাশিয়ার মতো শক্তিকে মোকাবেলা করা।
ইউক্রেন পাচ্ছে ৮০০ মিলিয়ন এবং ইসরায়েল পাচ্ছে ৬০০ মিলিয়ন ডলারের সহায়তা। এছাড়া তাইওয়ানের জন্য বরাদ্দ থাকছে ১ বিলিয়ন ডলার। বাজেটে মার্কিন সেনাদের বেতন ৪ শতাংশ বৃদ্ধি করা হচ্ছে। তবে ইউরোপ ও দক্ষিণ কোরিয়া থেকে মার্কিন সেনা সংখ্যা কমিয়ে আনা হবে। ডোনাল্ড ট্রাম্পের বিরোধিতার কারণে জলবায়ুকেন্দ্রিক বেশ কিছু তহবিল এবার বাদ দেওয়া হয়েছে।
সিরিয়ার বিরুদ্ধে থাকা কঠোর 'সিজার আইন' এবার বাতিল হচ্ছে। ট্রাম্প সই করলেই এই বিলটি চূড়ান্ত আইনে পরিণত হবে। এটি যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে একটি বড় পরিবর্তন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।