রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২

প্রথম আলো-ডেইলি স্টারে অগ্নিসংযোগকারী কয়েকজন চিহ্নিত: ধর্ম উপদেষ্টা

স্টাফ রিপোর্টার । ঢাকা | প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৫, ১৬:০৩

ছবি: সংগৃহীত

প্রথম আলো ও ডেইলি স্টারে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

রোববার (২১ ডিসেম্বর) দুপুর ১টার দিকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

ধর্ম উপদেষ্টা বলেন, ‘মব নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। প্রথম আলো ও ডেইলি স্টারে অগ্নিসংযোগকারীদের কয়েকজনকে ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে।’

এ সময় তিনি ময়মনসিংহে দিপু দাসকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তারের কথাও জানান। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে উল্লেখ করে ধর্ম উপদেষ্টা বলেন, ‘যথাসময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে।’

এদিকে, সাংবাদিকদের সঙ্গে কোনো কথা না বলেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বেরিয়ে গেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।

মন্ত্রণালয়ের সামনে সাংবাদিকরা তার সাক্ষাৎকার নিতে অপেক্ষা করলেও তিনি কোনো বক্তব্য না দিয়ে বেরিয়ে যান। এ সময় তিনি সাংবাদিকদের ধমক দেন এবং পরে নিজ গাড়িতে করে সচিবালয় ত্যাগ করেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top