দিল্লি হাইকমিশনে হামলা: ভারতের কড়া সমালোচনা বাংলাদেশের
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৫, ১৮:৩০
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে হামলার ঘটনায় উত্তাল কূটনৈতিক অঙ্গন! ভারত সরকারের দেওয়া ব্যাখ্যাকে সরাসরি 'সম্পূর্ণ প্রত্যাখ্যান' করল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে কড়া বার্তা দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা ।
তৌহিদ হোসেন প্রশ্ন তুলেছেন—কূটনৈতিক এলাকার মতো সুরক্ষিত জায়গায় হিন্দু চরমপন্থী সংগঠনের সদস্যরা কীভাবে পৌঁছাল? তিনি বলেন, "এটি কোনো সাধারণ ঘটনা নয়। বিষয়টি যেভাবে সহজ করে দেখানো হচ্ছে, আসলে অত সহজ না।" উপদেষ্টার মতে, সুরক্ষিত এলাকায় তাদের ঢুকতে দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, হাইকমিশনের ভেতরে মাত্র দুজন নিরাপত্তাকর্মী ছিল যারা নীরব দাঁড়িয়ে ছিল। সেখানে হাইকমিশনার ও তাঁর পরিবার চরম আতঙ্কিত হয়ে পড়েন। এমনকি হাইকমিশনারকে হত্যার হুমকির খবরও পাওয়া গেছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
ভারতীয় প্রেস নোটে বাংলাদেশের গণমাধ্যমের রিপোর্টকে 'ভুল' বলা হলেও, উপদেষ্টা তা নাকচ করে দিয়েছেন। তিনি স্পষ্ট বলেছেন, ভিয়েনা কনভেনশন অনুযায়ী মিশনের নিরাপত্তা নিশ্চিত করা ভারতের দায়িত্ব ছিল, যা তারা পালনে ব্যর্থ হয়েছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।