বৃহঃস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২

তারেক রহমানের ঘোষণা

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’—গড়তে চান নতুন দেশ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৫, ১৬:২২

সংগৃহীত

মার্টিন লুথার কিং বলেছিলেন ‘আই হ্যাভ অ্যা ড্রিম’, আর আজ ঢাকার জনসমুদ্রে দাঁড়িয়ে তারেক রহমান ঘোষণা করলেন—‘আই হ্যাভ অ্যা প্ল্যান’। কিন্তু কী সেই পরিকল্পনা? আজ দুপুর ৩টা ৫৭ মিনিট। ৩০০ ফিটের বিশাল সংবর্ধনা মঞ্চে দাঁড়িয়ে ‘প্রিয় বাংলাদেশ’ সম্বোধন করে বক্তব্য শুরু করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। লাল-সবুজ বাসে চড়ে যখন তিনি মঞ্চে এলেন, তখন চারপাশ যেন স্লোগানে প্রকম্পিত।

তারেক রহমান স্পষ্ট করলেন, তার পরিকল্পনা কেবল ক্ষমতা নয়, বরং দেশ গড়া। তিনি বললেন, ‘৭১-এর স্বাধীনতা আর ২৪-এর গণঅভ্যুত্থানের শহীদদের রক্তের ঋণ শোধ করতে হলে একটি নিরাপদ বাংলাদেশ গড়তে হবে। যেখানে নারী-শিশু সবাই নিরাপদে ঘরে ফিরতে পারবে।

পাহাড় হোক বা সমতল, হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান—সবাইকে নিয়ে একটি আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের ডাক দিলেন তিনি। বারবার জোর দিয়ে বললেন, ‘আমরা দেশে শান্তি চাই’। তরুণ প্রজন্মকে আগামীর কাণ্ডারি হিসেবে ঘোষণা করে সবার সহযোগিতা চাইলেন তিনি।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top