বঙ্গোপসাগরে ভারতের পারমাণবিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল ভারত
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৫, ১৭:২৮
বঙ্গোপসাগরে পারমাণবিক সক্ষমতার বড় ধরনের প্রদর্শনী হিসেবে পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন থেকে একটি মধ্যমপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ চালিয়েছে ভারত। দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিশাখাপত্তনম উপকূলে বঙ্গোপসাগরে পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন আইএনএস আরিঘাট থেকে ‘কে-৪’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানো হয়।
কে-৪ ক্ষেপণাস্ত্রটি প্রায় ৩ হাজার ৫০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এটি একটি সাবমেরিন-লঞ্চড ব্যালিস্টিক মিসাইল (এসএলবিএম), যা গত বছরের ২৯ আগস্ট ভারতীয় নৌবাহিনীতে কমিশন করা হয়।
এই পরীক্ষার মাধ্যমে স্থল, আকাশ ও সমুদ্রের তলদেশ—এই তিন মাধ্যম থেকেই পারমাণবিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপে সক্ষম দেশগুলোর সীমিত তালিকায় নিজেদের অবস্থান আরও জোরালো করেছে ভারত।
প্রতিবেদনে আরও বলা হয়, কে-৪ ক্ষেপণাস্ত্রটি ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য ‘অগ্নি-৩’ ক্ষেপণাস্ত্রের উন্নত সংস্করণ। সমুদ্র থেকে উৎক্ষেপণের উপযোগী করে এটি বিশেষভাবে রূপান্তর করা হয়েছে। ক্ষেপণাস্ত্রটি প্রায় ২ দশমিক ৫ টন ওজনের পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম এবং ভারতের অরিহন্ত-শ্রেণির সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য।
বিশেষজ্ঞদের মতে, এই পরীক্ষার মাধ্যমে ভারতের সামুদ্রিক পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা আরও শক্তিশালী হলো।
সূত্র: এনডিটিভি, ইন্ডিয়া টুডে
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।