মানুষ এখন কথা বলার অধিকার ফিরে পেতে চায়: তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৫, ১৬:৪৬
বাংলাদেশের মানুষ আজ কথা বলার অধিকার ফিরে পেতে চায়, ফিরে পেতে চায় তাদের গণতান্ত্রিক অধিকার!—৩০০ ফিটের বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে এভাবেই গর্জে উঠলেন তারেক রহমান।
আজ ২৫শে ডিসেম্বর। দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে প্রিয় বাংলাদেশে ফিরেই রাজকীয় গণসংবর্ধনায় যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিকেল ৪টার দিকে যখন তিনি মাইক্রোফোন হাতে নিলেন, তখন পুরো ৩০০ ফিট এলাকা স্লোগানে প্রকম্পিত।
বক্তব্যের শুরুতেই তিনি দেশের বর্তমান জনআকাঙ্ক্ষার কথা তুলে ধরেন। তারেক রহমান স্পষ্ট করে বলেন, এ দেশের মানুষ এখন আর কারো দয়া নয়, বরং নিজের যোগ্যতা অনুযায়ী ন্যায্য অধিকার চায়। গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারই এখন বড় চ্যালেঞ্জ।
মার্টিন লুথার কিং-এর সুর মিলিয়ে তিনি ঘোষণা করেন— আই হ্যাভ অ্যা প্ল্যান। পাহাড় হোক বা সমতল, মুসলমান-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সবাইকে নিয়ে বৈষম্যহীন এক নতুন বাংলাদেশ গড়ার মাস্টারপ্ল্যান দিয়েছেন তিনি। আহ্বান জানিয়েছেন সবাই মিলে দেশ গড়ার।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।