মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২

খালেদা জিয়ার মৃত্যুতে সরকারি প্রতিষ্ঠান ও সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৫, ১৪:২৪

সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার বুধবার থেকে শুক্রবার (৩১ ডিসেম্বর, ১ ও ২ জানুয়ারি) পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এ ছাড়া বুধবার (৩১ ডিসেম্বর) দেশের সব সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসহ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। সভায় বেগম খালেদা জিয়ার জন্য এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তার আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।

সভায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়। রাষ্ট্রীয় শোকের তিন দিনে সব সরকারি ও বেসরকারি ভবন, শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। দেশের প্রতিটি মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হবে, অন্যান্য ধর্মের উপাসনালয়েও বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

বিদেশে বাংলাদেশের মিশনগুলোতেও শোক বই খোলা হবে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিশেষ সভায় উপস্থিত থেকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিবার ও দলের পক্ষ থেকে সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।

বুধবার বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ও সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে তার জানাজা অনুষ্ঠিত হবে এবং শহীদ রাষ্ট্রপতি, বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে।

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস জানান, রাষ্ট্র সরকার বেগম খালেদা জিয়ার দাফন ও জানাজার সব বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা করবে।

উল্লেখ্য, বেগম খালেদা জিয়া মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top