সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২

কলকাতায় গ্রেপ্তার কি গুজব? হাদি হত্যা নিয়ে যা বলল পুলিশ!

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৫, ১৮:০৬

সংগৃহীত

সোমবার সকাল থেকেই ইন্টারনেটে একটা খবর বাতাসের বেগে ছড়িয়ে পড়ে—ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যার আসামিরা নাকি ওপাড়ে, অর্থাৎ কলকাতায় ধরা পড়েছেন! শুধু তাই নয়, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের পিএসসহ পাঁচজনের নাম-পরিচয় দিয়ে দাবি করা হচ্ছে যে পশ্চিমবঙ্গ পুলিশ তাদের গ্রেপ্তার করেছে।

গুঞ্জনটা ডালপালা মেলার ঠিক কয়েক ঘণ্টার মাথায় পশ্চিমবঙ্গ পুলিশ তাদের ভেরিফায়েড এক্স হ্যান্ডেলে এক কড়া বার্তা দিয়েছে। তারা সরাসরি জানিয়েছে, বাংলাদেশের সাম্প্রতিক ঘটনার সঙ্গে জড়িয়ে পাঁচ বাংলাদেশিকে গ্রেপ্তারের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা। এসটিএফ বা স্পেশাল টাস্ক ফোর্স কাউকে আটক করেনি।

মূলত মাসুদুর রহমান বিপ্লব, তাইজুল ইসলাম বাপ্পীর মতো ব্যক্তিদের জড়িয়ে যে খবরটি ছড়িয়েছিল, রাজ্য পুলিশ সেটিকে স্রেফ ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছে। অর্থাৎ, হাদি হত্যার প্রধান শুটার ফয়সাল করিম এবং তার সহযোগীরা এখনো অধরা এবং তাদের অবস্থান নিয়ে ধোঁয়াশা কাটেনি। সূত্র:  চ্যানেল 24 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top