মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬, ৩০ পৌষ ১৪৩২

নবম পে স্কেল পে কমিশনের প্রতিবেদনের ওপর নির্ভর করবে: অর্থ উপদেষ্টা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৩ জানুয়ারী ২০২৬, ১৫:২৪

সংগৃহীত

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, নির্বাচনের আগে নবম পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত পে কমিশনের প্রতিবেদনের ওপর নির্ভর করছে। তবে অন্তর্বর্তী সরকারের সময়ে পে স্কেল দেওয়া বা না দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি। একই সঙ্গে তিনি জানান, দেশজুড়ে এলপি গ্যাস ও জ্বালানি সরবরাহ চ্যালেঞ্জের মুখে রয়েছে, যার সমাধানে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হচ্ছে।

নির্বাচন উপলক্ষে ‘বডি অন ক্যামেরা’ কেনার বিষয়ে প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে অর্থ রয়েছে, সেখান থেকেই কেনা হবে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top