মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬, ১৩ মাঘ ১৪৩২

ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজকে তলব করেছে দুদক

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৭ জানুয়ারী ২০২৬, ০০:০৭

সংগৃহীত

ক্ষমতার অপব্যবহার, অনিয়ম-দুর্নীতি ও ঘুস গ্রহণের অভিযোগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদক সূত্রে জানা গেছে, আগামী ২৯ জানুয়ারি তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। সোমবার (২৬ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এর আগে, গত বছরের নভেম্বর মাসে মোহাম্মদ এজাজের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির পাশাপাশি ঘুস গ্রহণের অভিযোগে অনুসন্ধান কার্যক্রম শুরু করে দুদক।

উল্লেখ্য, অন্তর্বর্তী সরকার গত বছরের ১২ ফেব্রুয়ারি মোহাম্মদ এজাজকে এক বছরের জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেয়।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top