মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২

মার্কিন প্রেসিডেন্টকে নিয়ে আবারও আলোচনায় কঙ্গনা

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৯ নভেম্বর ২০২০, ১৫:০৩

নিজস্ব প্রতিবেদক:

বিতর্কিত মন্তব্যের রাণী বলিউড অভিনেত্রী কঙ্গনা রাণৌত। এবার নব-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্টকে কটাক্ষ করে তিনি আবারো আলোচনায় শীর্ষে।

২০০৮ সালে মুক্তি পাওয়া আমির খান অভিনীত বলিউডের অন্যতম সাড়া জাগানো সিনেমা গজনি’র সাথে তুলনা করে মার্কিন প্রেসিডেন্টকে ‘গজনি বাইডেন’ বলেছেন এই অভিনেত্রী।

মাইক্রোব্লগিং সাইট টুইটারে, যুক্তরাষ্ট্রের ইতিহাসে নাম লেখানো ভাইস প্রেসিডেন্ট ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিসকে বড় করে তুলে ধরতে গিয়ে জো বাইডেনকে কটাক্ষ করেছেন কঙ্গনা।

তিনি সেখানে লিখেছেন, ‘গজনি বাইডেনের কথা বলতে পারি না! ৫ মিনিট পরপর (বয়স্ক) লোকটার মেমোরি ক্রাশ করে। তার লোকজন কী সব ওষুধপত্র খাওয়ায়, কে জানে! মনে হচ্ছে কমলা হ্যারিসকেই সবটা সামলাতে হবে। জো বাইডেনকে কেবল সামনে বসিয়ে রেখে তাকেই শো চালিয়ে নিতে হবে।’

নারীর ক্ষমতায়নকে বড় করে দেখাতে গিয়ে মূলত জো বাইডেনকে অপমান করেছেন কঙ্গনা।

টুইটে তিনি আরও লিখেছেন, ‘যখন একজন নারী এগিয়ে আসে, তখন সে কেবল একা এগিয়ে আসে না। বরং অন্য সব নারীকে এগিয়ে আসার জন্য জায়গা করে দেয়।’ এমনকি টুইটের সাথে কমলার একটি বক্তব্যের ভিডিও জুড়ে দিয়েছেন কঙ্গনা।

প্রসঙ্গত, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকেও একের পর এক টুইট বাণে বিদ্ধ করছেন কঙ্গনা রণৌত।

এনএফ৭১/জেএস/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top