মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২

বিজয় দিবসে প্রধানমন্ত্রী

বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ

নিউজ ফ্লাশ ৭১ | প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২০, ০০:৪৩

নিজস্ব প্রতিবেদক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ, এখানে সব ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে চলবে।

বুধবার (১৬ ডিসেম্বর) বঙ্গবন্ধু এভিনিউ এ দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিজয় দিবসের আলোচনায় গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে এমন কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

যেকোন পরিস্থিতি সহনশীলতার সাথে মোকাবেলার আহবানও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

৯৯ শতাংশ মানুষ বিদ্যুৎ পেয়েছে বলে উল্লেখ করেন। কোন মানুষ গৃহহীন থাকবে না জানিয়ে স্বাধীনতার সুফল সবার কছে পৌঁছে দেয়ার অঙ্গীকার পুনব্যক্ত করেন সরকার প্রধান।

খাদ্যে স্বয়ংসম্পূণতকা অর্জন, গৃহহীন- ক্ষুধা-দারিদ্রমুক্ত উন্নত-সমৃদ্ধ দেশ গড়তে সরকার কাজ করে যাচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী।

সময় মত ভ্যাকসিন আনার বিষয়টি নিশ্চিত করার পাশাপাশি করোনা পরিস্থিতি নিয়ে সবাইকে সাবধান করেন স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এনএফ৭১/এনএম/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top