বৃহঃস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২

দাড়ি-টুপিকে ‘রাজাকারের প্রতীক’ বানানোর অভিযোগে হেফাজতে ইসলামের প্রতিবাদ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৫, ২৩:৪৫

সংগৃহীত

ইসলামের বিধান ও মুসলমানদের প্রতীক দাড়ি-টুপিকে ‘রাজাকারের প্রতীক’ বানিয়ে ঘৃণা ছড়ানোর অভিযোগ তুলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।

বুধবার (১৭ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, বিজয় দিবসকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে ইসলামের বিধান ও মুসলমানদের পরিচয়চিহ্নকে ঘৃণার লক্ষ্যবস্তু করা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড জাতিকে বিভাজিত করছে বলে মন্তব্য করেন তিনি।

বিবৃতিতে তিনি আরও বলেন, পতিত সরকারের শাসনামলে মুসলমানি পরিচয় ও নাম-নিশানাকে লক্ষ্য করে ইসলামবিরোধী রাজনীতি করা হয়েছিল। ‘জুলাই বিপ্লবীরা শান্তি ও সহাবস্থানের পথ বেছে নেওয়ার সুযোগে হিন্দুত্ববাদী অপশক্তি ও বাম সেকুলাররা আবারও উৎপাত শুরু করেছে। তারা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করলে আমরা চুপ করে থাকব না,’—বলেন তিনি।

মাওলানা আজিজুল হক বলেন, ‘কথিত “রাজাকার” বয়ান ধসে যাওয়ার কারণেই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটেছে। নতুন প্রজন্ম ভারতীয় বয়ানে মুক্তিযুদ্ধের চেতনা প্রত্যাখ্যান করেছে।’ তিনি দাবি করেন, একাত্তরের জনযুদ্ধ ও বিজয় বাংলাদেশের নিজস্ব অর্জন।

বিবৃতিতে তিনি আরও বলেন, ভারতীয় বয়ানে মুক্তিযুদ্ধের প্রচারকারীরা ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের দালাল হিসেবে কাজ করছে এবং একাত্তরের ইতিহাস নিয়ে প্রশ্ন তোলার সুযোগ সংকুচিত করা হচ্ছে। ‘সাতচল্লিশ, একাত্তর ও চব্বিশ—এগুলো আমাদের আজাদীর ধারাবাহিকতা,’—বলেন তিনি।

তিনি ইতিহাসচর্চার আহ্বান জানিয়ে বলেন, বিজয়ের মাসে একাত্তরের জনযুদ্ধ ও বিজয় নিয়ে নির্মোহ ইতিহাস নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে ইতিহাসবিদদের এগিয়ে আসা উচিত।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top