তাসনিম জারার নির্বাচনী তহবিলে ফান্ডরেইজিংয়ে সফলতা, ১৪ ঘণ্টায় ২৩ লাখ টাকা সংগ্রহ
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৫, ১৬:৩২
ঢাকা-৯ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ডা. তাসনিম জারা তার নির্বাচনী তহবিল সংগ্রহে সফলতা দেখিয়েছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জানিয়েছেন, মাত্র ১৪ ঘণ্টার মধ্যে ২৩ লাখ ৬৮ হাজার টাকা অনুদান পেয়েছেন।
ডা. জারা জানান, তাদের মোট ফান্ডরেইজিং লক্ষ্য ৪৬,৯৩,৫৮০ টাকা। ইতিমধ্যেই লক্ষ্যমাত্রার অর্ধেকের বেশি অর্জিত হয়েছে এবং পূর্ণ লক্ষ্য পূর্ণ হলে ফান্ডরেইজিং বন্ধ করা হবে।
তিনি আরও উল্লেখ করেন, বিকাশ লিমিট শেষ হওয়ায় যারা অনুদান দিতে পারছেন না, তারা ব্যাংক একাউন্টের মাধ্যমে দান করতে পারবেন। ডা. জারা নিশ্চিত করেছেন, পুরো ফান্ডরেইজিং প্রক্রিয়া স্বচ্ছতার সঙ্গে পরিচালিত হচ্ছে।
ডা. জারা বলেন:
-
শুধুমাত্র বিকাশ ও ব্যাংকের মাধ্যমে অনুদান নেওয়া হচ্ছে, যাতে প্রতিটি টাকার রেকর্ড থাকে।
-
সংগ্রহকৃত টাকার তথ্য নিয়মিত জানানো হবে এবং নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া হবে।
-
ব্যয়বিবরণও স্পষ্টভাবে প্রকাশ করা হবে।
এর আগে তিনি জানান, মাত্র ৭ ঘণ্টায় ১২ লাখ টাকার বেশি অনুদান জমা হয়েছে। ডা. জারা অনুদানদাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং তাদের সহযোগিতা কল্পনার বাইরে উল্লেখ করেছেন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।