বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২

২৯ ঘণ্টায় নির্বাচনি তহবিলের লক্ষ্যমাত্রা পূরণ করেছেন ডা. তাসনিম জারা

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৫, ১০:৩০

ছবি: সংগৃহীত

ঢাকা-৯ আসনের এমপি প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা মাত্র ২৯ ঘণ্টায় নির্বাচনি তহবিলের লক্ষ্যমাত্রা পূরণ করেছেন। তিনি জানান, এই সময়ে প্রায় ৪৭ লাখ টাকা অনুদান সংগ্রহ হয়েছে, তাই আপাতত আর কোনো অনুদান গ্রহণ করা হচ্ছে না।

ডা. তাসনিম জারা তার ভেরিফায়েড ফেসবুক পেজে মঙ্গলবার রাত আড়াইটার দিকে এই তথ্য জানিয়ে বলেন, “এই অভূতপূর্ব সাড়া পুরোনো রাজনৈতিক ধারার মূলে কাঁপন ধরিয়ে দিয়েছে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা আর কোনো অনুদান গ্রহণ করছি না।”

তিনি আরও বলেন, অধিকাংশ প্রার্থী এই নির্বাচনে কোটি কোটি টাকা খরচ করবেন, অনেকে মনে করেন টাকা দিয়ে ভোট কেনা যায়। কিন্তু আমাদের সঙ্গে রয়েছেন সাধারণ মানুষ, যারা নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নিজের পকেটের টাকাও খরচ করতে প্রস্তুত।

ডা. জারা নির্বাচনী প্রচারণায় পেইড কর্মী নয়, স্বেচ্ছাসেবকদের উপর গুরুত্ব দিচ্ছেন। তিনি জানিয়েছেন, পরিচিত মানুষের কথা প্রচারণায় হাজার গুণ কার্যকর হতে পারে, তাই পোস্টার বা ব্যানার লাগানো প্রচারণার চেয়ে ব্যক্তিগত যোগাযোগকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি আরও জানিয়েছেন, ফান্ডের প্রতিটি পয়সা স্বচ্ছভাবে ব্যবহৃত হবে। এর জন্য নেওয়া পদক্ষেপগুলো হলো: কোনো ক্যাশ ডোনেশন গ্রহণ করা হবে না; সব অনুদান বিকাশ ও ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আসবে। অনুদানের বিস্তারিত নিয়মিত জনগণের কাছে জানানো হবে। ব্যক্তিগত লেনদেন একেবারেই করা হবে না; অ্যাকাউন্ট নতুন এবং শূন্য থেকে শুরু। অর্থের ব্যবহার স্পষ্টভাবে প্রকাশ করা হবে।

ডা. জারা নির্বাচনী প্রচারণায় অংশ নিতে এবং পোলিং এজেন্ট হিসেবে স্বেচ্ছাসেবক হিসেবে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top