এনসিপিতে দ্বন্দ্বের মাঝেও দলের প্রতি আস্থা রাখলেন দুই নেত্রীর
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২৫, ১৬:০৪
জামায়াতের সঙ্গে নির্বাচনি জোটকে কেন্দ্র করে এনসিপিতে প্রকাশ্যে দ্বন্দ্ব দেখা দিলেও দলের প্রতি আস্থা প্রকাশ করেছেন যুগ্ম মূখ্য সমন্বয়ক ও সিরাজগঞ্জ-৩ আসনে দলীয় প্রার্থী দিলশানা পারুল এবং যুগ্ম সদস্য সচিব ডা. মাহমুদা মিতু।
শনিবার (২৭ ডিসেম্বর) রাতে ফেসবুক পোস্টের মাধ্যমে পারুল বলেন, “আমার রাজনৈতিক সিদ্ধান্ত সম্পূর্ণ সচেতন। আহ্বায়ক নাহিদ ইসলামের সিদ্ধান্তের ওপর আমার সব ধরনের আস্থা আছে। জুলাই অভ্যুত্থান থেকে উঠে আসা এই দল ইলেকশনে যাওয়ার যোগ্যতা অর্জন করেছে। পার্টি থাকলে পলিটিক্স দাঁড়াবে, না থাকলে কোথায়?”
এদিকে ডা. মাহমুদা মিতু তাঁর ফেসবুক পোস্টে লিখেছেন, “এই জুলাই এমনি এমনি আসেনি। নাহিদ ইসলামের থাইয়ের রক্ত জমাট দাগ আমরা ভুলিনি। We believe নাহিদ ইসলাম।”
এর আগে এনসিপি থেকে সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা শনিবার (২৭ ডিসেম্বর) পদত্যাগ করেন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৯ আসনে নির্বাচনে অংশ নেবেন। রোববার (২৮ ডিসেম্বর) দলটির যুগ্ম আহ্বায়ক ডা. তাজনূভা জাবীনও পদত্যাগ করেছেন।
দলের অভ্যন্তরে এই দুই বড় নেতার পদত্যাগের পর প্রকাশ্যে এসেছে মতবিরোধ। মূলত জামায়াতের সঙ্গে নির্বাচনি জোটকে কেন্দ্র করে ফাটল দেখা দিয়েছে। এর মধ্যেও পারুল ও মিতু দলের প্রতি আস্থা রাখার মাধ্যমে স্থিতিশীলতার বার্তা দিয়েছেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।