দুই মামলায় জামিন পেলেন এনসিপি সদস্যসচিব আখতার
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২৫, ১৭:২১
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন দুইটি মামলায় জামিন পেয়েছেন। রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই জামিন আদেশ দেন।
আখতার হোসেনের আইনজীবী আব্দুল্লাহ আল ফারুক জানিয়েছেন, শাহবাগ থানায় বিগত সরকারের আমলে দায়ের করা ভিন্ন অভিযোগের দুটি মামলায় আজ শুনানি হয় এবং আদালত জামিন মঞ্জুর করেন।
আওয়ামী সরকারের আমলে রাজনৈতিক বিভিন্ন কর্মসূচিকে কেন্দ্র করে আখতার হোসেনের বিরুদ্ধে মোট ছয়টি মামলা দায়ের হয়েছিল। তার মধ্যে কয়েকটি মামলায় ইতোমধ্যেই তিনি খালাস পেয়েছেন। আজ নতুন করে আরও দুটি মামলায় জামিন পেয়েছেন তিনি।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।