ভোটের মাঠ ছাড়লেন এনসিপি নেতা মানিক
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৫, ১৩:৪৬
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র কেন্দ্রীয় নির্বাহী সদস্য জুবায়েরুল আলম মানিক। চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসন থেকে দলীয় প্রতীক ‘শাপলা কলি’ নিয়ে তার প্রতিদ্বন্দ্বিতা করার কথা থাকলেও আজ সকালে তিনি এই সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
আজ সোমবার (২৯ ডিসেম্বর) সকালে নিজের ব্যক্তিগত ফেসবুক হ্যান্ডেলে দেওয়া এক দীর্ঘ পোস্টে জুবায়েরুল আলম মানিক এই ঘোষণা দেন। তিনি উল্লেখ করেন, জুলাই গণ-অভ্যুত্থানের আদর্শ ও গণমানুষের আকাঙ্ক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তিনি নির্বাচনী প্রতিযোগিতা থেকে নিজেকে প্রত্যাহার করে নিচ্ছেন।
ফেসবুক পোস্টে তিনি লিখেন:
"গণমানুষের আকাঙ্ক্ষার অনুরূপ নিজের প্রত্যাশিত আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলেও অনিবার্য কারণবশত আমি চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) থেকে আসন্ন সংসদীয় নির্বাচনে অংশ নিচ্ছি না। কিন্তু বীর শহীদ শরিফ ওসমান হাদির আদর্শে আদর্শিত হয়ে এবং জুলাইয়ের হাজারো শহীদ, অসংখ্য আহত ও বিপ্লবীদের দায়বদ্ধতার জায়গা থেকে জীবন দিয়ে হলেও জুলাইকে অক্ষত রাখতে আমি জুলাই সনদে গণভোটের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করে যাবো।"
মানিক জানান, দলীয় কৌশলগত বাস্তবতা ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। নির্বাচনে অংশ না নিলেও জুলাই সনদ বাস্তবায়ন, গণভোট আয়োজন এবং গণমানুষের ন্যায্য অধিকারের পক্ষে রাজপথের আন্দোলন ও সেবামূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
তিনি তার নির্বাচনী এলাকার জনগণের উদ্দেশে আরও বলেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করলেও আনোয়ারা ও কর্ণফুলীর মানুষের সুখে-দুখে পাশে থেকে আগের মতোই সংগ্রাম এবং সেবা দিয়ে যাবেন।
জুবায়েরুল আলম মানিক এনসিপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির একজন গুরুত্বপূর্ণ সদস্য। চট্টগ্রাম-১৩ আসন থেকে তাকে নিয়ে স্থানীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ছিল। তার এই আকস্মিক সরে দাঁড়ানোর ঘোষণা স্থানীয় রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
এনএফ৭১/এসআর
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।