নির্বাচনী কার্যক্রম থেকে সরে দাঁড়ালেন নুসরাত তাবাসসুম
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৫, ১২:০২
বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অংশগ্রহণের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে দলের সব নির্বাচনী কার্যক্রম থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম।
রোববার (২৮ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। পোস্টে নুসরাত তাবাসসুম অভিযোগ করেন, ৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে পরে জোটে যুক্ত হওয়ার সিদ্ধান্ত তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে এক ধরনের ‘প্রবঞ্চনা’।
নুসরাত তাবাসসুম তার বক্তব্যে এনসিপির ঘোষিত আদর্শ ও বর্তমান রাজনৈতিক অবস্থানের মধ্যে স্পষ্ট বৈপরীত্য তুলে ধরেন। তিনি লেখেন, এনসিপি জন্মলগ্নে গণতন্ত্রের সুষম চর্চা, নয়া বন্দোবস্ত, মধ্যপন্থা, অন্তর্ভুক্তিমূলক সমাজব্যবস্থা এবং বাংলাদেশপন্থার স্বপ্ন দেখিয়েছিল, যা তার রাজনৈতিক বিশ্বাসের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। তবে জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোটে শর্তসাপেক্ষে অংশগ্রহণের মাধ্যমে এনসিপির শীর্ষ নেতৃত্ব দলটির মূল দর্শন থেকে সরে এসেছে বলে তিনি মনে করেন।
তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে প্রবঞ্চনার অভিযোগ তুলে তিনি বলেন, বিভিন্ন সময়ে দলের আহ্বায়কসহ শীর্ষ নেতারা ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছেন। সে অবস্থায় মনোনয়নপ্রত্যাশী ও তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে আলোচনা ছাড়াই জোটে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া তাদের সঙ্গে প্রতারণার শামিল।
সবশেষে নুসরাত তাবাসসুম জানান, এসব ঘটনার প্রেক্ষাপটে তিনি নির্বাচনকালীন সময়ে এনসিপির সব ধরনের কার্যক্রম থেকে নিজেকে আপাতত নিষ্ক্রিয় রাখছেন। পরিস্থিতি পুনর্বিবেচনা করে ভবিষ্যতে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।