ঢাকা-১৮ আসনে মহিউদ্দিন রনির মনোনয়নপত্র বাতিল
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩ জানুয়ারী ২০২৬, ১৮:৫২
ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনের স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন রনির মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) বিকেলে সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ঢাকা মহানগরীর আওতাধীন আসনগুলোর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।
মহিউদ্দিন রনি জানান, তার মনোনয়নপত্র গ্রহণ করা হয়নি। কারণ হিসেবে তাকে জানানো হয়েছে, নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় এক শতাংশ স্থানীয় ভোটারের স্বাক্ষর জমা দেওয়া হলেও, যাচাই করতে গিয়ে ১০ জনের মধ্যে দুজন স্থানীয় ভোটারকে পাওয়া যায়নি। এ অভিযোগের ভিত্তিতেই তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
তিনি আরও বলেন, “ফ্যাসিস্ট পালিয়ে গেলেও তার দোসররা প্রতিটি বিভাগে লুকিয়ে আছে এবং তাদের কার্যক্রম অব্যাহত রয়েছে।”
মহিউদ্দিন রনি জানান, মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে তিনি উচ্চ আদালতে আপিল করবেন। এ বিষয়ে আপিলের কার্যক্রম ইতোমধ্যেই শুরু হয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।