সোমবার, ৫ জানুয়ারি ২০২৬, ২২ পৌষ ১৪৩২

এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা সৈয়দা নীলিমা দোলার

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩ জানুয়ারী ২০২৬, ১৭:৫৭

সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দলটির ফরিদপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক সৈয়দা নীলিমা দোলা। শনিবার (৩ জানুয়ারি) দুপুর ২টা ৫৩ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন। একই সঙ্গে তিনি তার পদত্যাগপত্রও প্রকাশ করেন।

পদত্যাগপত্রে সৈয়দা নীলিমা দোলা জানান, এনসিপির সকল দায়িত্ব ও পদ থেকে তিনি সরে দাঁড়াচ্ছেন। তার ভাষ্য অনুযায়ী, এনসিপির পক্ষে এখন আর মধ্যপন্থি রাজনীতির নতুন পথ সৃষ্টি করা সম্ভব নয়। তিনি বলেন, জুলাই-পরবর্তী সময়ে প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কারের লক্ষ্য নিয়ে দলটি কাজ করবে—এমন প্রত্যাশা থেকেই তিনি এনসিপির সঙ্গে যুক্ত হয়েছিলেন। তবে সাম্প্রতিক বিভিন্ন সিদ্ধান্তে তার কাছে স্পষ্ট হয়েছে যে দলটি ধীরে ধীরে ডানপন্থি রাজনৈতিক ধারায় প্রবেশ করছে।

তিনি অভিযোগ করেন, জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির নির্বাচনকেন্দ্রিক জোট কোনো কৌশলগত জোট নয়। তার মতে, এ জোটের মাধ্যমে নেতাকর্মীদের বিভ্রান্ত করা হয়েছে এবং মনোনয়নের আশ্বাস দিয়ে প্রতারণা করা হয়েছে। এ কারণেই একাধিক নেতাকর্মী দল ছাড়ছেন বলে তিনি উল্লেখ করেন।

পদত্যাগপত্রে তিনি আরও বলেন, তাকে কোনো ক্ষমতা বা বিশেষ গুরুত্ব দেওয়া হয়নি; বরং তার প্রগতিশীল মানসিকতা ও ব্যক্তিগত পরিচয় এতদিন দলকে শক্তি জুগিয়েছে। যারা পদত্যাগ করছেন তাদের ‘বামপন্থি’ হিসেবে চিহ্নিত করাকে একটি পরিকল্পনার অংশ বলেও মন্তব্য করেন তিনি।

এনসিপির ভেতরে থেকে দলকে সেন্ট্রিস্ট অবস্থানে রাখার জন্য নারী, শিশু, শ্রমিক, আদিবাসী, হিজড়া ও সংখ্যালঘু জনগোষ্ঠীর পক্ষে কাজ করার চেষ্টা করেছিলেন বলেও জানান দোলা। তবে অন্তর্বর্তী সরকারের সময় প্রান্তিক জনগোষ্ঠীর ওপর চলা নিপীড়নের বিরুদ্ধে দলটির মন্থর ও দায়সারা অবস্থান তার রাজনৈতিক বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক বলে উল্লেখ করেন তিনি।

পদত্যাগপত্রের শেষাংশে তিনি বলেন, এনসিপির বর্তমান নেতৃত্বের প্রতি তার শুভকামনা থাকলেও ধর্মীয় রাজনীতিকে সামনে এনে রাজনীতি করাকে তিনি জুলাইয়ের গণঅভ্যুত্থানের চেতনার পরিপন্থী মনে করেন। তার মতে, ২০২৪ সালের জুলাইয়ে বাংলাদেশে কোনো ধর্মীয় অভ্যুত্থান হয়নি।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্য গঠনের সিদ্ধান্তের পর এনসিপির একাধিক নেত্রী এর আগেও পদত্যাগ করেছেন। সৈয়দা নীলিমা দোলার পদত্যাগে দলটির ভেতরের মতবিরোধ আরও স্পষ্ট হলো বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top