সোমবার, ৫ জানুয়ারি ২০২৬, ২২ পৌষ ১৪৩২

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক সমাপ্ত, তারেক রহমানের কৃতজ্ঞতা প্রকাশ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩ জানুয়ারী ২০২৬, ১৮:৫৮

সংগৃহীত

বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর তিন দিনের রাষ্ট্রীয় শোক আজ (শনিবার, ৩ জানুয়ারি) সমাপ্ত হয়েছে। তারেক রহমান সামাজিক মাধ্যমে পোস্টের মাধ্যমে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

তারেক রহমান লিখেছেন, এই তিন দিনে দেশজুড়ে এবং বিদেশে থাকা শুভানুধ্যায়ীদের প্রাপ্ত ভালোবাসা, সমবেদনা ও দোয়া পরিবারকে গভীরভাবে স্পর্শ করেছে। তিনি আরও উল্লেখ করেন, তার মা ভিন্ন মানুষের কাছে ভিন্ন তাৎপর্য বহন করতেন; অনেক সময় তা এতটাই অর্থবহ ছিল যা হয়তো পরিবারের কাছেও পুরোপুরি বোঝা সম্ভব হয়নি।

তিনি বলেন, “অনেকের কাছে তিনি আপোষহীনতার প্রতীক; নিজের বিশ্বাসের পক্ষে সাহসের সঙ্গে দাঁড়ানোর অটল প্রেরণা। রাজনীতির গণ্ডি ছাড়িয়ে এই প্রেরণা বহু দূর পর্যন্ত বিস্তৃত হয়েছে এবং অগণিত মানুষকে স্পর্শ করেছে।”

তারেক রহমান আন্তঃসরকারি ও আন্তর্জাতিক সহায়তাকারীদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও তার উপদেষ্টা পরিষদের দ্রুত সমন্বয় এবং পরিচালনার কারণে শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন হওয়ায় বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। এছাড়া, তিনি বিদেশি রাষ্ট্রনেতা, কূটনীতিক, বিভিন্ন দেশের সরকারপ্রধান ও আন্তর্জাতিক অংশীদারদের সহমর্মিতা ও সমবেদনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি সশস্ত্র বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসন ও বিভিন্ন মন্ত্রণালয়ের সকল সদস্যদেরও ধন্যবাদ জানিয়েছেন। বিশেষভাবে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টকে ধন্যবাদ দিয়ে বলেন, শেষ সালাম ও গার্ড অব অনার মায়ের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা নিবেদন করেছে এবং জাতির ভালোবাসার প্রতিফলন ঘটিয়েছে।

তারেক রহমান উল্লেখ করেন, আরও অনেক মানুষ ছিলেন, যাদের ভূমিকা প্রকাশ না হলেও পুরো প্রক্রিয়াকে সুচারুভাবে সম্পন্ন করতে সহায়তা করেছে। শেষমেষ, তিনি বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দেশের প্রতিটি প্রান্ত থেকে মানুষের ঐক্যবদ্ধ উপস্থিতি পরিবার ও জাতির জন্য সান্ত্বনা ও শক্তি যোগিয়েছে।

তিনি সমাপ্তি দিয়ে জানান, পরিবারের পক্ষ থেকে, শোক ও স্মরণের এই সময়ে যারা পাশে ছিলেন, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ, ভালোবাসা ও সংহতি আগামীর বাংলাদেশের জন্য প্রেরণা হয়ে থাকবে, ইনশাআল্লাহ।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top