শুক্রবার, ৮ আগস্ট ২০২৫, ২৪ শ্রাবণ ১৪৩২

কর্মস্থলে ফিরছে মানুষ, সড়কে বেড়েছে যাত্রীর চাপ

Nasir Uddin | প্রকাশিত: ১৩ জুন ২০২৫, ১০:৫১

ফাইল ছবি

ঈদুল আজহার ছুটির আমেজ এখনো কাটেনি। সরকারি ছুটি চলমান রয়েছে। সরকারি ও বেসরকারি কর্মজীবীরা এবারের ঈদে পেয়েছেন টানা ১০ দিনের ছুটি। আগামী রোববার (১৫ জুন) থেকে অফিস-আদালত খুলছে। কিছু বেসরকারি প্রতিষ্ঠান খুললেও ব্যবসা বাণিজ্য পুরোদমে চালু হয়নি।

এখনো ঈদের ছুটি শেষ হতে বাকি দুই দিন। তাই অনেকেই ছুটি হাতে রেখেই পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে অতিরিক্ত ভিড় ও যানজট এড়াতে আগেভাগে রাজধানীতে ফিরতে শুরু করেছে। কেউ কেউ ফিরছেন পরিবারের সদস্যদের নিয়ে, আবার কেউ কেউ একা।

কোন ধরনের ভোগান্তি ছাড়াই স্বস্তিতে ঢাকায় ফিরতে পারায় সবার চোখে মুখেই ছিল খুশির ছাপ। শুক্রবার (১৩ জুন) সকাল থেকে রাজধানীর যাত্রাবাড়ী, গাবতলী, মহাখালি, কমলাপুর ও বিমানবন্দর রেলস্টেশনে ফিরতি যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে।

রাজধানীর চিত্র বলছে, ঈদের ছুটি শেষ হওয়ার দুই দিন আগে পরিবারসহ মানুষ রাজধানীতে ফিরলেও নেই কোনো যানজট। বাস টার্মিনালে নেই কোনো হুড়োহুড়ি। তবে রাজধানীতে যাত্রীরা বাস থেকে নেমে বাসাবাড়ি পর্যন্ত পৌঁছাতে সিএনজি বা রিকশা পেতে বেশ ভোগান্তি পড়তে হচ্ছে। তবে রাজধানীর বাস টার্মিনালে যাত্রীর চাপ বেলা বাড়ার সঙ্গে বাড়লেও অলিগলিতে রয়েছে ফাঁকা।

গত শনিবার সারাদেশে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা উদযাপিত হয়েছে। ঈদ উপলক্ষ্যে এবার সরকারি কর্মচারীরা টানা ১০ দিনের ছুটি পেয়েছেন। গত ৫ জুন শুরু হওয়া ঈদের ছুটি আগামী ১৪ জুন পর্যন্ত কাটাবেন সরকারি চাকরিজীবীরা।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top